Album: Janer Jan
Music: F A Sumon, Zahid Bashar Pankaj
Lyrics: MA Bashar Tushar
Label: Padma Music
Released: 2022-01-11
Duration: 06:50
Downloads: 19498
হ্যাঁ, সত্যি করে বলছি আমি ভালোবাসি তোরে আশার প্রদীপ
তুই যে আমার আঁধার কালো ঘরে সত্যি করে বলছি
আমি ভালোবাসি তোরে আশার প্রদীপ তুই যে আমার আঁধার
কালো ঘরে হৃদয়টারে উজাড় করে ভালোবাসতে চাই তুই
ছাড়া যে পৃথিবীতে আমার কেহ নাই রে আমার কেহ
নাই তুই জান, জান রে, আমার জানের জান
তুই প্রাণ, প্রাণ রে, পরানের পরান তুই জান, জান
রে, আমার জানের জান তুই প্রাণ, প্রাণ রে, পরানের
পরান তোকে ভালোবেসে আমি মরে গেলেও সুখী রে
পাবার আশায় আজও সেই পথ চেয়ে থাকি তোকে ভালোবেসে
আমি মরে গেলেও সুখী রে পাবার আশায় আজও সেই
পথ চেয়ে থাকি হৃদয়টারে উজাড় করে ভালোবাসতে চাই
তুই ছাড়া যে পৃথিবীতে আমার কেহ নাই রে আমার
কেহ নাই তুই জান, জান রে, আমার জানের
জান তুই প্রাণ, প্রাণ রে, পরানের পরান তুই জান,
জান রে, আমার জানের জান তুই প্রাণ, প্রাণ রে,
পরানের পরান তোকে ছাড়া পৃথিবীতে আমি বড়ো দুখী
রে হৃদয়মাঝে তোরই ছবি স্বপ্ন দিয়ে আঁকি তোকে ছাড়া
পৃথিবীতে আমি বড়ো দুখী রে হৃদয়মাঝে তোরই ছবি স্বপ্ন
দিয়ে আঁকি হৃদয়টারে উজাড় করে ভালোবাসতে চাই তুই
ছাড়া যে পৃথিবীতে আমার কেহ নাই রে আমার কেহ
নাই তুই জান, জান রে, আমার জানের জান
তুই প্রাণ, প্রাণ রে, পরানের পরান সত্যি করে
বলছি আমি ভালোবাসি তোরে আশার প্রদীপ তুই যে আমার
আঁধার কালো ঘরে সত্যি করে বলছি আমি ভালোবাসি তোরে
আশার প্রদীপ তুই যে আমার আঁধার কালো ঘরে
হৃদয়টারে উজাড় করে ভালোবাসতে চাই তুই ছাড়া যে পৃথিবীতে
আমার কেহ নাই রে আমার কেহ নাই তুই
জান, জান রে, আমার জানের জান তুই প্রাণ, প্রাণ
রে, পরানের পরান তুই জান, জান রে, আমার জানের
জান তুই প্রাণ, প্রাণ রে, পরানের পরান