Album: Ki Ashai Bandhi Khelaghar
Singer: Kishore Kumar
Music: Shyamal Mitra
Lyrics: Gauri Prasanna Mazumder
Label: Saregama
Released: 2016-09-01
Duration: 04:28
Downloads: 472320
কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে কি আশায় বাঁধি
খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি
আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে হায় গো
হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায়,
কিছু তার পায় না কিছু তার পায় না কে
জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে
যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে প্রতিদিনই ওঠে
নতুন সূর্য প্রতিদিনই আসে ভোর ওঠে না সূর্য, আসে
না সকাল জীবন আঁধারে মোর জীবন আঁধারে মোর পৃথিবী
আমারে দিলো যে ফিরায়ে সে যেন ডাকিয়া কয় নাহি
হেথা ঠাঁই, আমি তোর কেহ নয় ক্লান্ত চরণ আকুল
আঁধারে পথ শুধু খুঁজে মরে বেদনার বালুচরে কি আশায়
বাঁধি খেলাঘর বেদনার বালুচরে