Album: Klanto Mon
Singer: Prashmita Paul (Prosmita Pal)
Music: Joy Chakraborty
Lyrics: Joy Chakraborty
Label: Amara Muzik
Released: 2018-12-24
Duration: 04:30
Downloads: 17648
আজ এখন একা ক্লান্ত মন চাইছে কিনতে ধারে আর
একটু সময় নেই উপায়, চেনা রাস্তাতে আর হাঁটার আগামী
দেখা থেমে যায় মন খারাপের কারণ জানে না
এই মন জমেছে দু′চোখে যে শ্রাবণ আজ এখন
একা ক্লান্ত মন চাইছে কিনতে ধারে আর একটু সময়
বুকব্যথা কুয়াশায় সুখ কোনো ধোঁয়াশায় ঢেকে গেছে আমাকে
রোজ আলো যেন ডাকে রাত ভালোবাসা দেওয়া হাত পেলো
না তো তার ছায়া, ঠিকানা নিখোঁজ ভুলেরই মাশুল
গোনে এখন এ হৃদয় চিঠিগুলো আর পড়া হলো না
বোধহয় আজ এখন একা ক্লান্ত মন চাইছে কিনতে
ধারে আর একটু সময় ধুলোমাখা রাস্তাতে খুঁজে গেছে
আস্তানা যন্ত্রণা জিরোবে বলে স্বপ্নেরা যদি দেয় দেখা জেনে
নিক আমি একা বেঁচে থাকা গেছি তো ভুলে
কেন এই দিন আসে, এমনই যে হয় হাসি এক
অভিনয়, করে যাওয়া দায় আজ এখন একা ক্লান্ত
মন চাইছে কিনতে ধারে আর একটু সময়