Album: Madhur Basanta
Singer: Alok Roychowdhury, Rajshree Bhattacharya
Music: Rabindranath Thakur
Lyrics: Rabindranath Thakur
Label: Krishna Music
Released: 2021-03-25
Duration: 02:59
Downloads: 2717
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন
ঘটাতে মধুর বসন্ত এসেছে মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে কুহক
লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে কুহক লেখনী ছুটায়ে কুসুম
তুলিছে ফুটায়ে লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে মধুর বসন্ত
এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর
বসন্ত এসেছে হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামলবরনী
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে পুরানো বিরহ হানিছে,
নবীন মিলন আনিছে পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে মধুর বসন্ত
এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর
বসন্ত এসেছে