Album: Mon Pagol Tor Jonno
Singer: Atiya Anisha, Tariq Mridha
Music: Shahriar Alam Marcell
Lyrics: Jashim Uddin
Label: Sayem Music Vision
Released: 2022-05-30
Duration: 04:05
Downloads: 1424
চোখের কাজলে হারিয়ে আমি প্রেমে অন্ধ বিভোর এই মনে
লেগে গেছে যে কখন তোর আদর-ভালোবাসার ঘোর তুই
ছাড়া মন চায় না কিছু অন্য এই মন হয়েছে
পাগল তোর জন্য মন পাগল তোর জন্য মন পাগল
তোর জন্য হৃদয় শীতল করে তোর হাসিতে চাইছি
তোকে তাই রোজ ইবাদতে হৃদয় শীতল করে তোর হাসিতে
চাইছি তোকে তাই রোজ ইবাদতে তুই প্রজাপতি, আমি অরণ্য
তুই ছাড়া মন চায় না কিছু অন্য এই
মন হয়েছে পাগল তোর জন্য মন পাগল তোর জন্য
মন পাগল তোর জন্য আমি ছুঁয়ে তোর মনের
অতল গড়বো এক প্রেমেরই তাজমহল আমি ছুঁয়ে তোর মনের
অতল গড়বো এক প্রেমেরই তাজমহল আমার এ ভালোবাসা তোর
জন্য তুই ছাড়া মন চায় না কিছু অন্য
এই মন হয়েছে পাগল তোর জন্য মন পাগল তোর
জন্য মন পাগল তোর জন্য