Album: Mone Pade Sei Sab
Singer: Kishore Kumar
Music: Salil Chowdhury
Lyrics: Salil Chowdhury
Label: INRECO
Released: 1980-01-01
Duration: 03:31
Downloads: 845581
মনে পড়ে মনে পড়ে সেইসব দিন সেইসব ঝরে যাওয়া
স্বপ্ন রঙ্গিন সেইসব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে
পড়ে সেইসব দিন সেইসব ঝরে যাওয়া স্বপ্ন রঙ্গিন সেইসব
ঋতু জুড়ে ফাগুনের দিন মনে পড়ে সেইসব দিন মনে
পড়ে সেইসব দিন ভালোবাসা কি যে জাদু কি
যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে
নতুন এ ধরা ভালোবাসা কি যে জাদু কি
যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে
নতুন এ ধরা মধুর কি যে সে ব্যথা
না বলা কত সে কথা চোখে চোখে চেয়ে শুধু
কেটে যাওয়া দিন মনে পড়ে সেইসব দিন মনে
পড়ে সেইসব দিন শুধু দু′জনায় মিলে সৃজন করা
যে যায় বিশ্ব ভুবন ভালো যে বেসেছে শুধু জানে
সেইজন শুধু দু'জনায় মিলে সৃজন করা যে যায় বিশ্ব
ভুবন ভালো যে বেসেছে শুধু জানে সেই জন সে
ভুবনে নাই সীমা, সারাক্ষণ পূর্ণিমা মিলেমিশে এক হয়ে যায়
রাত দিন মনে পড়ে সেইসব দিন সেইসব ঝরে
যাওয়া স্বপ্ন রঙ্গিন সেইসব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে
পড়ে সেইসব দিন মনে পড়ে সেইসব দিন