Album: Mukti
Singer: Blood
Music: Blood
Lyrics: Blood
Label: BandEdge Talent Agency
Released: 2019-10-16
Duration: 06:21
Downloads: 10131
বিলাসবহুল সজ্জায়, সাজি নতুন কোনো হত্যায় চড়া ব্যর্থতার অজুহাত
সত্তাতে আঁকছি আমি আঁধার, চেনা দৃষ্টি হচ্ছে ধূসর ডুবছে
আমার সাঁতার আয়নাতে বিলাসবহুল সজ্জায়, সাজি নতুন কোনো
হত্যায় চড়া ব্যর্থতার অজুহাত সত্তাতে আঁকছি আমি আঁধার, চেনা
দৃষ্টি হচ্ছে ধূসর ডুবছে আমার সাঁতার আয়নাতে মুক্তি
চাই আমি, মুক্তি দাও আমাকে নির্বাসনে বন্দী হোক আসক্তি
মুক্তি চাও তুমি, মুক্ত হও তুমি নির্বাসনে যাক সবার
আসক্তি হোক অভক্তি পোড়ে সমাজসেবার ধূপগন্ধে আবর্জনা খুব
খুঁজি অন্য আমার মুখ ভরসাতে কত ভিন্ন রঙের শোক,
সন্ধের লাল-নীলে মিশে চোখ চাইছে অতীত হওয়ার ওলোট পাল্টাতে
মুক্তি চাই আমি, মুক্তি দাও আমাকে নির্বাসনে বন্দী
হোক আসক্তি মুক্তি চাও তুমি, মুক্ত হও তুমি নির্বাসনে
যাক সবার আসক্তি হোক অভক্তি পোড়া ঠোঁটের আদরে,
বিঁধে আছে লোভের শিকার বেসুরো দরজা খোলার বিশ্বাসে, পুনর্বাসন
হাতিয়ার ঘৃণা আর ক্ষমাতে, আমি ক্লান্ত নই, হই নিহত
তোমার ইচ্ছেমত সবই বাড়ছে তত তবু স্বাধীনতা বন্দী আজ
স্বাধীনতা এই এই এই এই য়ে মুক্তি
দাও, মুক্তি দাও, মুক্তি দাও আমাকে মুক্তি দাও, মুক্তি
দাও, আমাকে (মুক্তি চাই আমি) মুক্তি, মুক্তি দাও, মুক্তি
দাও, আমাকে, আমাকে মুক্তি, মুক্তি দাও, আমাকে (মুক্তি
চাই আমি) (মুক্তি চাই আমি) (মুক্তি চাই আমি) (মুক্তি
চাই আমি)