Album: Naao Go Teney
Music: Tanjir, Jarin Tasnim Ratry, Tawsif Mahbub, Tasnia Farin
Label: Quantize Music Group
Released: 2022-11-09
Duration: 04:01
Downloads: 646
রোদের আলো আসবে মেঘেরই আড়াল থেকে আলোর এ আবেশ
দেখে চাই না আর একলা হতে এই পথ
চলাতে সঙ্গী হবে কি বলো নাও গো টেনে,
নাও গো টেনে নাও গো টেনে, নাও গো টেনে
শহরের অলিগলি ডুবে যাবে তুমি ছাড়া সময় কাটালে
মান-অভিমান করো যদি বড় কাছে যাবো মৃত শরীরে
এই মন ভেজাতে বৃষ্টি হবে কি বলো নাও
গো টেনে, নাও গো টেনে নাও গো টেনে, নাও
গো টেনে সত্য বলে যা কিছু আছে তুমি
আসো তারই নাম ধরে ধরেছি বাজি জীবন আমার তোমারই
ঐ টুকরো কপালে এই চোখ হারালে দৃষ্টি হবে
কি বলো নাও গো টেনে, নাও গো টেনে
নাও গো টেনে, নাও গো টেনে নাও গো
টেনে, নাও গো টেনে নাও গো টেনে, নাও গো
টেনে