Album: Bolte Pari Na Tomai
Singer: Adrita Jhinuk
Music: Adrita Jhinuk
Lyrics: Adrita Jhinuk
Label: Smartway music
Released: 2023-05-02
Duration: 05:08
Downloads: 2350
বলতে পারিনি তোমায় ভালোবেসেছি কত জানতে যদি একবার এ
মনের কথা যত পাল্টে গেছি আমি দেখো কতখানি তোমার
কারণে, ও প্রিয়া এ মনের গোপনে রেখেছি যতনে না
লেখা যত কবিতা বলতে পারিনি তোমায় ভালোবেসেছি কত
এভাবে কখনো কেউ আসবে কাছে বুঝিনি এত প্রেম জমে
আছে এভাবে কখনো কেউ আসবে কাছে বুঝিনি এত প্রেম
জমে আছে কিছু তো বলোনি তুমি, কিছু তো
বলিনি আমি তবে কী করে বুঝলে ভালোবাসি এতখানি? কিছু
তো বলোনি তুমি, কিছু তো বলিনি আমি তবে কী
করে বুঝলে ভালোবাসি এতখানি? কী করে ছুঁয়ে দিলে মনের
গভীরে? আমার হৃদয় জুড়ে আছে ভালোবাসা যত বুঝে
নিয়ো আমাকে করে আমারই মতো পাল্টে গেছি আমি দেখো
কতখানি তোমার কারণে, ও প্রিয়া এ মনের গোপনে রেখেছি
যতনে না লেখা যত কবিতা বলতে পারিনি তোমায় ভালোবেসেছি
কত জানতে যদি একবার এ মনের কথা যত