Album: Neel Digonte Oai Phuler Angun
Singer: Indrani Sen
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Ekta Atlantis Music
Released: 2017-12-20
Duration: 02:25
Downloads: 35387
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল নীল দিগন্তে
ওই ফুলের আগুন লাগল, লাগল নীল দিগন্তে বসন্তে
সৌরভের শীখা জাগল বসন্তে সৌরভের শীখা জাগল নীল
দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল নীল দিগন্তে
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা বুঝি
ধরার কাছে আপনাকে সে মাগল বুঝি ধরার কাছে আপনাকে
সে মাগল সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল নীল
দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল নীল দিগন্তে
নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদনখানি লাগল অনেক কালের
মনের কথা জাগল এল আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের
পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল এই
ফাগুনে আপনাকে সে মাগল সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল নীল
দিগন্তে