Album: Nijhum Sandhay
Singer: Piya Acharya
Music: Bhushan Dua
Lyrics: Bhushan Dua
Label: T-Series
Released: 2010-01-01
Duration: 03:08
Downloads: 8525
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায় কুলায়
যেতে যেতে কী যেন কাকলী আমারে দিয়ে যেতে চায়
নিঝুম সন্ধ্যায় দূর পাহাড়ের উদাস মেঘের দেশে ওই
গোধূলির রঙিন সোহাগ মেশে বনের মর্মরে বাতাস চুপিচুপি
কী বাঁশি ফেলে রাখে হায় নিঝুম সন্ধ্যায় পান্থ
পাখিরা বুঝিবা পথ ভুলে যায় নিঝুম সন্ধ্যায় কোন
অপরূপ অরূপ রূপের রাগে সুর হয়ে রয় আমার গানের
আগে স্বপন কথাকলি ফোটে কি ফোটে না, সুরভি
তবু আঁখি ছায় নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা
পথ ভুলে যায় কুলায় যেতে যেতে কী যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যায়