Album: Ore Nil Doriya
Singer: Nazia
Music: Mukul Chowdhuri
Label: Bengal Foundation Limited
Released: 2017-01-08
Duration: 06:39
Downloads: 32719
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া ওরে
নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া
মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া বন্দি হইয়া
মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া কাছের
মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে কাছের মানুষ
দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে দারুণ জ্বালা
দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এতো
সাধের মন বধুয়া হায়রে কী জানি কী করে আমার
এতো সাধের মন বধুয়া হায়রে কী জানি কী করে
ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া
ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া বন্দি
হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া বন্দি হইয়া
মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া হইয়া আমি
দেশান্তরী দেশ-বিদেশে ভিড়াই তরী রে হইয়া আমি দেশান্তরী দেশ-বিদেশে
ভিড়াই তরী রে নোঙ্গর ফেলি হাটে-ঘাটে নোঙ্গর ফেলি
হাটে-ঘাটে বন্দরে-বন্দরে আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায়রে
সারেং বাড়ির ঘরে আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায়রে
সারেং বাড়ির ঘরে এই না পথ ধরিয়া আমি
কত যে গেছি চলিয়া এই না পথ ধরিয়া আমি
কত যে গেছি চলিয়া একলা ঘরে মন বধুয়া আমার
রইছে পথ চাইয়া একলা ঘরে মন বধুয়া আমার রইছে
পথ চাইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে
দে ছাড়িয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে
ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া বন্দি
হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া