Album: Pagla Haoar Badol Dine
Singer: Indranil Bandyopadhyay
Music: Rabindranath Tagore
Label: Assure Digital Services Pvt. Ltd.
Released: 2010-05-04
Duration: 05:23
Downloads: 27735
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে
অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল
আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল
আমার মন জেগে ওঠে ঘরের মুখে আর কি
রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর
কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না,
যাবে না দেয়াল যত সব গেলো টুটে পাগলা
হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা
হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা বৃষ্টি
নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা আমার স্বপ্ন
ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে যা
না চাইবার তাই আজি চাই গো যা না পাইবার
তাই কোথা পাই গো যা না চাইবার তাই আজি
চাই গো যা না পাইবার তাই কোথা পাই গো...
পাবো না, পাবো না, আ মরি অসম্ভবের পায়ে মাথা
খুটে পাবো না, পাবো না পাগলা হাওয়ার বাদল
দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল
দিনে পাগল আমার মন জেগে ওঠে