Album: Prithibi Amare Chay
Singer: Anup Ghoshal
Music: Kamal Dasgupta
Lyrics: Mohini Chowdhury
Label: Saregama
Released: 1993-04-01
Duration: 04:15
Downloads: 3550
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও
প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয় তোমার মিছে নয় মিছে
নয়, ভালবাসি তাই মনে জাগে এত ভয়। চাঁদ ডুবে
যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতি হবে ভোর। খুলে দাও
প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চায়, রেখো না
বেঁধে আমায়, সবার মনের দিপালী জ্বালাতে যে দীপ আপনি
জ্বলে, কেন আর তারে ঢেকে রাখ বলো তোমার আঁচল
তলে। শোন না কি ওই আজ দিকে দিকে হায়,
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়, পথ ছেড়ে দাও,
নয় সাথে চলো, মুছে নাও আঁখিরোল, খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।।