Album: Proshongshar Dabidar
Music: Shiekh Sadi, Marcell
Lyrics: Sajin Salman
Label: Shiekh Sadi
Released: 2022-07-19
Duration: 03:09
Downloads: 832
তোমার সাথে লেনা দেনা করলাম সমাপ্তি তুমি ভীষণ স্বার্থপর
খুঁজছো নিজের প্রাপ্তি তোমার সাথে লেনা দেনা করলাম সমাপ্তি
তুমি ভীষণ স্বার্থপর খুঁজছো নিজের প্রাপ্তি ঠকিয়েছো অনেক
তবু রাখিনি কিছু মনে আর ঠকিয়েছো অনেক তবু রাখিনি
কিছু মনে আর মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি প্রশংসার দাবিদার
প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার কত জনে উড়ায় ঘুড়ি
তোমার ওই আকাশে? মুখোশ পরা মুখটি তোমার লাগছে যে
ফ্যাকাশে কত জনে উড়ায় ঘুড়ি তোমার ওই আকাশে? মুখোশ
পরা মুখটি তোমার লাগছে যে ফ্যাকাশে ঠকিয়েছো অনেক
তবু রাখিনি কিছু মনে আর ঠকিয়েছো অনেক তবু রাখিনি
কিছু মনে আর মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি প্রশংসার দাবিদার
প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার পাইনি তোমায় সময় মতো
Message কিংবা Call এ তোমায় বোঝার দোটানাতে ডুবি দ্বিধার
জলে পাইনি তোমায় সময় মতো Message কিংবা Call এ
তোমায় বোঝার দোটানাতে ডুবি দ্বিধার জলে খালি করে
নিজের পকেট মিটিয়েছি আবদার খালি করে নিজের পকেট মিটিয়েছি
আবদার মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার
প্রশংসার দাবিদার