Album: Roga Bolo Na
Singer: Khushboo Raj, Vijay Lal Yadav, Priyanka Singh
Music: Chandrabindoo
Lyrics: Pyare Lal
Label: Asha Audio Company
Released: 2012-03-31
Duration: 03:53
Downloads: 40777
যদি আমাকে রোগা বলো আমি বলবো লক্ষীট্যারা যদি আমাকে
রোগা বলো আমি বলবো লক্ষীট্যারা লক্ষীট্যারা না যদি হও
তবে প্রেমিকার ভেড়া লক্ষীট্যারা না যদি হও তবে প্রেমিকার
ভেড়া প্রেমিকাই না হয় যদি প্রেমিকাই না হয়
যদি স্বাস্থ্যে লাভ কি হলো? আমাকে রোগা বলো
না আমাকে রোগা বলো না আমাকে রোগা বলো না
আমাকে রোগা বলো না আমাকে রোগা বলো না আমাকে
রোগা বলো না যদি আমাকে বেঁটে বলো আমাকে
বলবো অঙ্কে কাঁচা যদি আমাকে বেঁটে বলো আমাকে বলবো
অঙ্কে কাঁচা অঙ্কে যদি একশ′ বাগাও তবে Long Jump-এ
ওচা অঙ্কে যদি একশ' বাগাও তবে Long Jump-এ ওচা
Long Jump না দাও যদি Long Jump না
দাও যদি লম্বায় লাভ কি হলো? আমাকে বেঁটে
বলো না আমাকে বেঁটে বলো না আমাকে বেঁটে বলো
না আমাকে বেঁটে বলো না আমাকে বেঁটে বলো না
আমাকে বেঁটে বলো না যদি আমাকে ভালো বলো
আমি বলবো, 'ঠিক বলেছো' যদি আমাকে ভালো বলো আমি
বলবো, 'ঠিক বলেছো' আমি ডুগডুগি বাজাই তুমি তার সঙ্গে
নেচো আমি ডুগডুগি বাজাই তুমি তার সঙ্গে নেচো
সেই তো বাঁদর হলে সেই তো বাঁদর হলে ভালো
বলে লাভ কি হলো? আমাকে ভালো বলো না
আমাকে ভালো বলো না আমাকে ভালো বলো না আমাকে
ভালো বলো না আমাকে ভালো বলো না আমাকে ভালো
বলো না আমাকে ভালো বলো না আমাকে ভালো বলো
না আমাকে বেঁটে বলো না (আমাকে ভালো বলো
না) আমাকে রোগা বলো না (আমাকে ভালো বলো না)
(আমাকে ভালো বলো না) (আমাকে ভালো বলো না) (আমাকে
ভালো বলো না)