Album: Rongmoshal
Singer: Ishan Mitra
Music: Amit-Ishan
Lyrics: Ritam Sen
Label: Times Music
Released: 2021-12-22
Duration: 03:17
Downloads: 409576
এক চুমুক তোর চোখের দিস বরং আমায় গুনতে দিস
তোর কপালের ঢেউ তোর চিবুক হাসলে তুই সময় থামায়
তোর সাথে আজ অনেক দূর হাঁটবে বলে কেউ
ডাক পাঠায়, রোদ্দুরে ভিজে যায় রংমশাল জ্বলে কোন ছোঁয়ায়
সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক স্বপ্নে আমার খুঁজেছি তোকেই
তোর মুখের আদল, শঙ্খচিলের দল নিটোল ডানায় উড়ছে তো
উড়ছেই ভাসে অথৈ একা চড়ুই খড়কুটো সে চায়
ঘর বাঁধার ইচ্ছে তার তোর সাথে সাদা-কালো অলিগলি
খুঁজছি তুই কোথায় এক পলক মিললে চোখ বলবো দাঁড়াতে
কখনো যদি তুই পথ হারাস ভুল করে যদি
তোর হাত বাড়াস সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক স্বপ্নে
আমার খুঁজেছি তোকেই তোর মুখের আদল, শঙ্খচিলের দল নিটোল
ডানায় উড়ছে তো উড়ছেই