Album: Sedin Dujone
Singer: Abhijeet
Lyrics: Rabindranath Tagore
Label: Times Music
Released: 2012-09-26
Duration: 04:37
Downloads: 16437
সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে
দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু খনে
খনে যেন জাগে মনে, ভুলো না ভুলো না, ভুলো
না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো
সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা, ভুলো না
ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ
উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী
মহা লগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে
পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কী
জানি কী মহা লগনে চাঁদ উঠেছিল গগনে এখন
আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার এখন
আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার বাঁধিনু
যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো
না, ভুলো না ভুলো না, ভুলো না সেদিন
দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা