Album: Shikhtey Tomaay Hobeyi
Singer: Kishore Kumar
Music: Bappi Lahiri
Lyrics: Bibhuti Mukherjee
Label: INRECO
Released: 1980-01-01
Duration: 05:01
Downloads: 780200
শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে
না শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল
থাকে না কথার Accent Cent Percent Cent Percent
জীবনেও Correct হয় না শুধরে নাও উচ্চারণ? এই বয়সে?
Impossible! তাই বলে বলবে ভুল? শিখতে তোমায় হবেই হবে,
ছাড়বো না শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার
সময় খেয়াল থাকে না Please, Please! রামমোহন, বিদ্যাসাগর
তোমার পূর্বপুরুষ এরা বাংলা ভাষা ভালোবেসে করেছিলেন সবার সেরা
এই ভাষাতে মধুকবি বিশ্বকবির আসন রবি কাব্য লিখেই
পেয়েছিলেন শোনো, শোনো, তোমায় বলি এই ভাষাতেই হয়েছে লেখা
কোমলকান্ত পদাবলী এ যে তোমার মায়ের ভাষা আশৈশবের
ভালোবাসা তাই বলে নতুন করে শিখতে বসা? Excuse Me,
পারবো না শিখতে তোমায় হবেই হবে, ছাড়বো না
শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে
না मैम साब, Mam, Mam, Mam, Madam ইন্দিরা
मैम साब, Darling, Honey মা-বাবা, Pappa, Daddy, Mommy বন্ধু-বান্ধবি,
না না না না না বলো, Boyfriend, Girlfriend
প্রেমিকা পাল্টে গিয়ে হয়েছে Lover এমন খিচুড়ি ভাষা কোনো
দেশে, কোনো কালে পাবে না কো আর Breakfast, Dinner,
Club, Party, Judy, Dinner এমন গর্ব ভরে পরের
নকল করে আমরা ছাড়া আর দেখা যাবে না বুঝলে,
বুঝলে, বাবা অবলাকান্ত? শিখতে তোমায় হবেই হবে, ছাড়বো না