Album: Shudhu Tui
Singer: Tariq Mridha
Music: Akash Mahmud
Label: Protune
Released: 2017-11-29
Duration: 04:21
Downloads: 2077
তোকে স্বপ্ন দিয়ে আদর মেখে আপন করে রাখি তোকে
এক সমুদ্র আকাশ দিয়ে তারায় তারায় ভাসি তোকে স্বপ্ন
দিয়ে আদর মেখে আপন করে রাখি তোকে এক সমুদ্র
আকাশ দিয়ে তারায় তারায় ভাসি শুধু তুই, শুধু
তুই এই হৃদয়টা জুড়ে তোকে ছাড়া বাঁচে না প্রাণ,
প্রিয়া রে তুই আমার আপনজন তুই আমার আপনজন
ইচ্ছেগুলো পাতার মতো ঝরছে দিনেরাতে থাকছি ঠিকই তোরই সাথে
কল্পনাতে মেতে কল্পনাতে ভালোই আছি, তোকে নিয়ে বাঁচি সুখ-অসুখে
দোষ কী তাতে তোরই অপেক্ষাতে শুধু তুই, শুধু
তুই এই হৃদয়টা জুড়ে তোকে ছাড়া বাঁচে না প্রাণ,
প্রিয়া রে তুই আমার আপনজন তুই আমার আপনজন
এক জীবনে একজনারেই যায় যে বাসা ভালো তুই যে
আমার অন্ধকারে ঝড়ের রাতের আলো তোকে নাহয় নাইবা পেলাম
আপন করে কাছে সুখ-অসুখে দোষ কী তাতে তোরই অপেক্ষাতে
শুধু তুই, শুধু তুই এই হৃদয়টা জুড়ে তোকে
ছাড়া বাঁচে না প্রাণ, প্রিয়া রে তুই আমার আপনজন
তুই আমার আপনজন প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া
রে, ও প্রিয়া প্রিয়া, প্রিয়া, প্রিয়া, প্রিয়া, প্রিয়া