Album: Sonar Moina Pakhi
Singer: Konok Chapa
Music: Osman Khan
Label: Sonali Products
Released: 2012-08-31
Duration: 04:07
Downloads: 33700
আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি
সোনা বরন পাখি রে আমার কাজল বরন আঁখি দিবানিশি
মন চায় ওরে বাইন্ধা তোরে রাখি রে আমার
সোনার ময়না পাখি দেহ দিছি, প্রাণ রে দিছি
আর নাই কিছু বাকি সাজন ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আঁখি এ
জীবন যাবার কালে রে, পাখি রে এ জীবন যাবার
কালে রে একবার যেন দেখি রে আমার সোনার
ময়না পাখি কোন দোষেতে গেলা উইড়া রে দিয়া মোরে
ফাঁকি রে আমার সোনার ময়না পাখি