Album: Amar Golar Haar
Music: Konok Chapa
Label: Sonali Products
Released: 2012-08-31
Duration: 05:59
Downloads: 23625
আমার গলার হার খুলে নে, ওগো ললিতে আমার গলার
হার খুলে নে, ওগো ললিতে আমার হার প′রে আর
কি ফল হবে যদি প্রাণবন্ধু নাই ব্রজেতে, ওগো ললিতে
আমার গলার হার খুলে নে, ওগো ললিতে গলার
হারে কি আর শোভা আছে? যার শোভা তার সঙ্গে
গেছে গো গলার হারে কি আর শোভা আছে?
যার শোভা তার সঙ্গে গেছে গো এখন কৃষ্ণ নামের
মালা গেঁথে সখি দে না আমার গলেতে, ওগো ললিতে
আমার গলার হার খুলে নে, ওগো ললিতে প্রাণের
বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে গো
প্রাণের বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর
কাছে গো ও রাই কৃষ্ণ বিনে প্রাণ ত্যজেছে যমুনার
জলেতে, ওগো ললিতে আমার গলার হার খুলে নে,
ওগো ললিতে আমার গলার হার খুলে নে, ওগো ললিতে
আমার হার প'রে আর কি ফল হবে যদি প্রাণবন্ধু
নাই ব্রজেতে, ওগো ললিতে আমার গলার হার খুলে নে,
ওগো ললিতে