Album: Kacher Moto Vangli
Music: Konok Chapa
Label: Sonali Products
Released: 2012-08-31
Duration: 05:23
Downloads: 24329
কাঁচের মতো ভাঙলি রে তুই আমার এ অন্তর কাঁচের
মতো ভাঙলি রে তুই আমার এ অন্তর বুকটা
শুধু খা-খা করে হইয়া বালুচর তবু তোরে বাসবো ভালো
সারা জনম ভর আমি সারা জনম ভর কাঁচের
মতো ভাঙলি রে তুই আমার এ অন্তর মনটা
আমার দমে দমে ডাকে শুধু তোরে আসে না আর
চান্দের আলো আমার আন্ধার ঘরে ও মনটা আমার
দমে দমে ডাকে শুধু তোরে আসে না আর চান্দের
আলো আমার আন্ধার ঘরে সুখ তো আমায় দিলো
ফাঁকি, করলি যেদিন পর করলি যেদিন পর কাঁচের
মতো ভাঙলি রে তুই আমার এ অন্তর নিঃস্ব
করে গেলি আমায়, জানি না কী দোষে চোখেতে নাই
স্বপ্ন কোনো, এ বুক জলে ভাসে ও নিঃস্ব
করে গেলি আমায়, জানি না কী দোষে চোখেতে নাই
স্বপ্ন কোনো, এ বুক জলে ভাসে ভুইলা গেলি
চিরতরে, ভাঙলি সুখের ঘর ভাঙলি সুখের ঘর কাঁচের
মতো ভাঙলি রে তুই আমার এ অন্তর কাঁচের মতো
ভাঙলি রে তুই আমার এ অন্তর বুকটা শুধু
খা-খা করে হইয়া বালুচর তবু তোরে বাসবো ভালো সারা
জনম ভর আমি সারা জনম ভর কাঁচের মতো
ভাঙলি রে তুই আমার এ অন্তর