Album: Swapane Baje Go Banshi
Music: Manna Dey, Prabhas Dey
Lyrics: Pulak Banerjee
Label: Saregama
Released: 1991-08-30
Duration: 04:33
Downloads: 58798
স্বপনে বাজেগো বাঁশী স্বপনে বাজেগো বাঁশী স্বপনে বাজেগো
বাঁশী নয়নে নয়নে তবুও কেমনে দেখি যে আলোর রাশি...
স্বপনে বাজেগো বাঁশী স্বপনে বাজেগো বাঁশী অমল মহিমা
লয়ে তুমি এলে, তুমি এলে অমল মহিমা লয়ে তুমি
এলে অরুণ প্রভাতে মন ছুঁয়ে গেলে অমল মহিমা লয়ে
তুমি এলে অরুণ প্রভাতে মন ছুঁয়ে গেলে আকাশে
ছড়ালে বাতাসে ছড়ালে মোহন মধুর হাসি স্বপনে বাজেগো বাঁশী
স্বপনে বাজেগো বাঁশী আঁচল ভরায়ে, নিয়েছো কুড়ায়ে ঝরা
শেফালিকা কুড়ি আঁচল ভরায়ে, নিয়েছো কুড়ায়ে ঝরা শেফালিকা কুড়ি
এ তো নহে ফুল, হয়োনা বেভুল ওকে আমি মন
বলি... ওকে আমি মন বলি কমল দিঘীর ফোটা
শতদলে কমল দিঘীর ফোটা শতদলে তোমারই মাধুরী দেখি কতো
ছলে কমল দিঘীর ফোটা শতদলে তোমারই মাধুরী দেখি কতো
ছলে শ্যামল সবুজে... লিখেছি না বুঝে তোমায় যে ভালবাসি
স্বপনে বাজেগো বাঁশী স্বপনে বাজেগো বাঁশী নয়নে নয়নে
তবুও কেমনে দেখি যে আলোর রাশি... স্বপনে বাজেগো বাঁশী
স্বপনে বাজেগো বাঁশী। ।। বাংলা গান বেঁচে থাকুক বিশ্ব
জুড়ে ।।