Album: Toder Jolbe Amar Tatei Cholbe
Music: Ariyoshi Synthia, Apu Debnath
Lyrics: Ariyoshi Synthia
Label: Ariyoshi Synthia
Released: 2023-05-15
Duration: 03:47
Downloads: 12183
আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে PNPC না
করে তুই তোর চরকায় তেল দে হ্যাঁ, আমায়
দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে PNPC না করে
তুই তোর চরকায় তেল দে যাদের ভাবি বড্ড কাছের,
আমার আপনজন তারাই আবার করছে কাঠি, সামনে প্রিয়জন
যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া ভয়ডর নেই,
যে যা বলুক, বলবে তোদের জ্বলবে, আমার তাতেই
চলবে তোদের জ্বলবে, আমার তাতেই চলবে তোমার আমার
উন্নতিতে কষ্ট যাদের লাগে মুখের উপর কাজেই জবাব দেবো
তাদের আগে তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে
মুখের উপর কাজেই জবাব দেবো তাদের আগে শকুনেরই অভিশাপে
গরু কখন মরে তোমার হিংসায় আমার জয় একটু একটু
করে যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া
ভয়ডর নেই, যে যা বলুক, বলবে তোদের জ্বলবে,
আমার তাতেই চলবে তোদের জ্বলবে, আমার তাতেই চলবে
ও বাবা, কী জ্বলন! আমার ভালো দেখলে যাদের
মনে অমাবস্যা আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা
আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা আসল কারণ এটা
তাদের মানসিক সমস্যা সুস্থ হয়ে উঠিস তোরা, এই কামনাই
করি ওরে, দুষ্টু লোকের সাথে আমার বরাবরই আড়ি
যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া ভয়ডর নেই,
যে যা বলুক, বলবে তোদের জ্বলবে, আমার তাতেই
চলবে তোদের জ্বলবে, আমার তাতেই চলবে ও বাবা,
কী জ্বলন!