Album: Tomar Akash
Singer: Shusmita Anis
Music: Adit Rahman
Label: New Music Paradigm Company
Released: 2020-01-24
Duration: 05:10
Downloads: 19256
তুমি যে এলে হৃদয়ে, কেন বলোনি? নীরবে প্রেমে জড়ালে
বুঝিনি তুমি যে এলে হৃদয়ে, কেন বলোনি? নীরবে প্রেমে
জড়ালে বুঝিনি কী করে বলি তোমাকে ভালোবেসেছি? তোমার আকাশে
হারাবো ভাবিনি তুমি নীল আকাশ, মেঘ করে ভাসালে
আমায় দখিনা বাতাস চুপিসারে জড়াবে আমায় তুমি যে
এলে হৃদয়ে, কেন বলোনি? নীরবে প্রেমে জড়ালে বুঝিনি কী
করে বলি তোমাকে ভালোবেসেছি? তোমার আকাশে হারাবো ভাবিনি
দিন কাটে না, আজ রাত কাটে না তুমিহীনা কী
যাতনা কেউ বোঝে না, কারো বাধা মানে না কাছে
কেন সে আসে না? মনপাখি উড়ে যাও, তারে
গিয়ে বলে দাও বলো না তুমি তারে চাও মনপাখি
উড়ে যাও, তারে গিয়ে বলে দাও বলো না তুমি
তারে চাও তুমি নীল আকাশ, মেঘ করে ভাসালে
আমায় দখিনা বাতাস চুপিসারে জড়াবে আমায় ও ঝুম
বরষা, কেন মন ভেজে না? আছি একা, সে জানে
না আসলে তুমি আজ এ বরষায় বলে দেবো, না,
যেয়ো না মনপাখি উড়ে যাও, তারে গিয়ে বলে
দাও বলো না তুমি তারে চাও মনপাখি উড়ে যাও,
তারে গিয়ে বলে দাও বলো না তুমি তারে চাও
তুমি নীল আকাশ, মেঘ করে ভাসালে আমায় দখিনা
বাতাস চুপিসারে জড়াবে আমায়