Album: Tumi Kothay Bolo
Singer: The National Beats
Music: Sauparna Manna
Label: JMR MUSIC STUDIO
Released: 2020-09-08
Duration: 06:00
Downloads: 11995
আমি তোমার বাড়ি, ছেড়ে আজি এগিয়ে চলি, অজানার পথে
আমি তোমার বাড়ির, স্মৃতি গুলো জ্বালিয়ে দেবো, মনের অন্ধকারে...
তুমি ছবি আমার হৃদয়ে আমি তার কারিগর, তুমি আছো
আয়নার ওপারে ভালোবাসা ভাঙ্গা কাঁচের ওপর ... আকাশ ছোঁয়া
ফ্ল্যাটের প্রান্তে দাঁড়িয়ে আমি ভাবি, আমার জীবন হারায় কোথায়
কোথায় কোথায় এমন গুমরে মরে, নিজের ওপর ঘেন্না করে
বাঁচতে যে চাই কিছু জেতার আশায় আশায় আশায়... আমি
আকাশ বেয়ে, ভাবি ঘুড়ি হবো কিন্তু স্মৃতির লাটাই, তোমার
হাতে এত উঁচু থেকে সব ছোটো লাগে স্বপ্ন গুলো
লাগে বড়ো ... তুমি কোথায় বলো তুমি কোথায় বলো
তুমি কোথায় বলো কোথায় বলো মন নিয়ে খেলো তুমি
কোথায় বলো তুমি কোথায় বলো তুমি কোথায় বলো কোথায়
বলো হৃদয় খোঁজে তোমায়, তুমি বাঁধন গুলো ভাঙও আকাশ
আজ ঠিকানা, তুমি মহাকাশের আলো কোটি কোটি প্রকাশ দূরে
জ্বলি আমি আকাশ জুড়ে তোমার মনের অন্ধকারে হাজার স্বপ্নের
মৃত্যু ঘটে যায় ... সময় ক্লান্তি যন্ত্রনা পিছু ফেলে
তোমার জন্যে আজ আমি ভবঘুরে জীবন আবার আজ ঘুরে
ফিরে, তোমায় চায় তুমি কোথায় বলো তুমি কোথায় বলো
তুমি কোথায় বলো কোথায় বলো মন নিয়ে খেলো তুমি
কোথায় বলো তুমি কোথায় বলো কোথায় বলো...