Album: Amar Bhaier Rokte Rangano
Singer: Somobeto
Music: Abdul Gaffar Chowdhury
Label: OTT Solutions Private Limited
Released: 2020-02-11
Duration: 04:54
Downloads: 1637
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে
পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া-এ ফেব্রুয়ারি আমি কি
ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি
কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা
জাগো জাগো জাগো কালবোশেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক
বসুন্ধরা জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো জাগো জাগো
কালবোশেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা দেশের
সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী দিন বদলের
ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি? তবু তোরা পার পাবি?
না, না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই একুশে ফেব্রুয়ারি,
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনি
নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু
খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন পথে
পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন এমন সময় ঝড় এলো,
ঝড় এলো খ্যাপা বুনো সেই আঁধারের পশুদের মুখ
চেনা সেই আঁধারের পশুদের মুখ চেনা তাদের তরে মায়ের,
বোনের, ভায়ের চরম ঘৃণা তাদের তরে মায়ের, বোনের, ভায়ের
চরম ঘৃণা ওরা গুলি ছোঁড়ে এ দেশের বুকে
দেশের দাবীকে রোখে ওরা গুলি ছোঁড়ে এ দেশের বুকে
দেশের দাবীকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার
বুকে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এ দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা এ দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি ওরা
মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি একুশে ফেব্রুয়ারি, একুশে
ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি