Album: Karo Keu Naiko Aami
Singer: Kishore Kumar
Music: Swapan Jogmohan
Lyrics: Mukul Dutta
Label: Megaphone
Released: 1982-01-01
Duration: 04:47
Downloads: 176979
এই, কথা বলছো না কেন? তোমার নাম কী? তুমি
কে? আমি কে? কারও কেউ নইকো আমি, কেউ
আমার নয় কোনো নাম নেইকো আমার, শোনো মহাশয়
কারও কেউ নইকো আমি, কেউ আমার নয় কোনো নাম
নেইকো আমার, শোনো মহাশয় কারও কেউ নইকো আমি, কেউ
আমার নয় কোনো নাম নেইকো আমার, শোনো মহাশয় কারও
কেউ নইকো আমি তুমি কোথায় থাকো? তোমার বাড়ি
কোথায়? বাড়ি? তোমার বাড়িই আমার বাড়ি, আমার বাড়ি নেই
পথে ঠেলে দিলে আমায় পথেই পরে রই তোমার বাড়িই
আমার বাড়ি, আমার বাড়ি নেই পথে ঠেলে দিলে আমায়
পথেই পরে রই যে যখন দেখে আমায়, কিনে নিতে
চায় মনের মতো দামটি দিলে তখন পাওয়া যায়
কারও কেউ নইকো আমি, কেউ আমার নয় কোনো নাম
নেইকো আমার, শোনো মহাশয় কারও কেউ নইকো আমি
আহারে, তোমায় বুঝি কেউ ভালোবাসে না? গায়ের জোরে সবই
কিছু কেড়ে নেওয়া যায় পয়সাকড়ি, গয়নাগাটি, ভালোবাসা নয় গায়ের
জোরে সবই কিছু কেড়ে নেয়া যায় পয়সাকড়ি, গয়নাগাটি, ভালোবাসা
নয় তোমার কাছে তাই তো আমি বাড়িয়ে দিলাম হাত
ভিখারি করলে আমায়, ছিলাম ডাকাত কারও কেউ নইকো
আমি, কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার, শোনো
মহাশয় কারও কেউ নইকো আমি আজকে যেন লাগছে
আমায় খুঁজে পাওয়া যাবে বুকের মাঝে কাঁদছে রে কেউ,
কে আমার হবে? আজকে যেন লাগছে আমায় খুঁজে পাওয়া
যাবে বুকের মাঝে কাঁদছে রে কেউ, কে আমার হবে?
আজকে বুঝি পাওয়া যাবে আমার পরিচয় নতুন নামে ডাকবে
আমায় যে আমার হয় কারও কেউ নইকো আমি,
কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার, শোনো মহাশয়
কারও কেউ নইকো আমি কারও কেউ নইকো আমি
কারও কেউ নইকো আমি