Album: Mrito Attha
Music: Gogon Sakib, Jami Ul Hasan
Lyrics: Gogon Sakib, Johurul Islam Joni
Label: Samsul Official
Released: 2021-08-08
Duration: 03:18
Downloads: 481387
আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই
ছাড়া এই আমার আজ ভেতর টা জ্বলে আমার
টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড়া
এই আমার আজ ভেতর টা জ্বলে তুই পরের
বাহুডোরে আমার ভেতর যাচ্ছে পুড়ে তুই হীনা এই আমিটা
তিলে তিলে যাচ্ছে মরে আমার পুড়ছে পুড়ুক বুক
তুই কুড়া রে তোর সুখ তবু মরার আগেও আমি
দেখবো না রে তোর মুখ আমার মৃত আত্মাটা
তোরে ডাকবে একদিন খুব আমি দেখবো সেই দিন তুই
ওরে কেমনে রবি চুপ আমার শূন্য পকেট অভাব
তার পাল্টে গেছে স্বভাব তার মনের রাজ্যে নিল দখল
নতুন কোন নবাব আমার ভীষণ কষ্ট হয় আহা
সে তো আমার নয় ওরে করল রে সে এক
হায়রে নিঁখুত অভিনয় আমার পুড়ছে পুড়ুক বুক তুই
কুড়া রে তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো
না রে তোর মুখ আমার মৃত আত্মাটা তোরে
ডাকবে একদিন খুব আমি দেখবো সেই দিন তুই ওরে
কেমনে রবি চুপ আমার পুড়ছে পুড়ুক বুক তুই
কুড়া রে তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো
না রে তোর মুখ আমার মৃত আত্মাটা তোরে
ডাকবে একদিন খুব আমি দেখবো সেই দিন তুই ওরে
কেমনে রবি চুপ