Album: Premika
Singer: Gogon Sakib
Music: Ah Turjo
Label: Samsul Official
Released: 2020-07-06
Duration: 03:55
Downloads: 226982
তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো অজানায় বাবুটা
কাঁদত রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ? তুমি
তো তোমার মতো হায় হারিয়ে গেছো অজানায় বাবুটা কাঁদত
রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ? যদি তুমি
যাবেই চলে তবে কেন এসেছিলে? কেন তুমি এই ছেলেটাকে
বাবু বলে ডেকেছিলে? তুমি তো তোমার মতো হায়
হারিয়ে গেছো অজানায় বাবুটা কাঁদত রাতে রোজ তুমি কি
নিয়েছিলে খোঁজ? তোমার আজ রাগ ভাঙ্গাবে কে? কানামাছি
খেলবে কার সাথে? হঠাৎই লুকিয়ে এসে চোখ দুটি ধরবে
তোমার কে? তোমার আজ রাগ ভাঙ্গাবে কে? কানামাছি
খেলবে কার সাথে? হঠাৎই লুকিয়ে এসে চোখ দুটি ধরবে
তোমাকে কে? যাকে আজ পড়ছে মনে সেও কি
হাসাতে জানে? তোমার ওই চুল সরিয়ে সে বাসে ভালো
আলতো পরশে তুমি তো তোমার মতো হায় হারিয়ে
গেছো অজানায় বাবুটা কাঁদত রাতে রোজ তুমি কি নিয়েছিলে
খোঁজ? তোমায় আজ গান শোনাবে কে? গিটারে ধুলো
জমেছে বাবুটাও যাবে হারিয়ে সে তো আর আসবে না
ফিরে তোমায় আজ গান শোনাবে কে? গিটারে ধুলো
জমেছে বাবুটাও যাবে হারিয়ে সে তো আর আসবে না
ফিরে বাবু আর আসবে না ফিরে প্রেমিকা তোমারি
ডোরে আখিরাতে খুঁজবে তোমায় সে হাজারো আয়নারেই ভিড়ে
তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো অজানায় বাবুটা
কাঁদত রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ? তুমি
তো তোমার মতো হায় হারিয়ে গেছো অজানায় বাবুটা কাঁদত
রাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ? যদি তুমি
যাবেই চলে তবে কেন এসেছিলে? কেন তুমি এই ছেলেটাকে
বাবু বলে ডেকেছিলে? তুমি তো তোমার মতো হায়
হারিয়ে গেছো অজানায় বাবুটা কাঁদত রাতে রোজ তুমি কি
নিয়েছিলে খোঁজ?