Album: Ore Mon
Music: Borno chakroborty
Lyrics: Basudeb Chakraborty
Label: Huez Studio
Released: 2021-07-08
Duration: 04:43
Downloads: 118941
ওরে মন ওরে মন ওরে মন ওরে মন
এত স্বপ্ন দেখিস না, এত আশা বাঁধিস না যদি
স্বপ্ন ভেঙে যায়, তুই বাঁচতে পারবি না এত স্বপ্ন
দেখিস না, এত আশা বাঁধিস না যদি স্বপ্ন ভেঙে
যায়, তুই বাঁচতে পারবি না যদি মেঘ ঢাকে
নীল আকাশ তবে সবকিছু হবে আঁধার ওরে মন
ওরে মন ওরে মন ওরে মন ওরে মন
মন, তুই পথভোলা পথিক চলার সীমানার নেই ঠিক মন,
তুই ভেসে চলা মেঘেদের দল মন, তুই পথভোলা পথিক
চলার সীমানার নেই ঠিক মন, তুই ভেসে চলা মেঘেদের
দল মন, তুই পায়ের নূপুর নাচের তালে ঝুমুর
ঝুমুর মন, তুই ঝরে পড়া বৃষ্টির জল যদি
খুব বেশি কাছে পেতে চায় তবে ক্ষমা করে দিস
আমায় ওরে মন ওরে মন ওরে মন ওরে
মন ওরে মন এত স্বপ্ন দেখিস না, এত
আশা বাঁধিস না যদি স্বপ্ন ভেঙে যায় তুই বাঁচতে
পারবি না এত স্বপ্ন দেখিস না, এত আশা বাঁধিস
না যদি স্বপ্ন ভেঙে যায় তুই বাঁচতে পারবি না
যদি মেঘ ঢাকে নীল আকাশ তবে সবকিছু হবে
আঁধার ওরে মন ওরে মন ওরে মন ওরে
মন ওরে মন