Album: Shudhu Jawa Asha
Singer: Srabani Sen
Music: Surojeet Das
Lyrics: Rabindranath Tagore
Label: Times Music
Released: 2014-09-23
Duration: 06:04
Downloads: 12157
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা শুধু আলো-আঁধারে শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া
শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে
যেতে যেতে কেঁদে চাওয়া শুধু দেখা পাওয়া শুধু
ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া
শুধু নব দুরাশায় আগে চলে যায় নব নব দুরাশায়
আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আশা
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া
অশেষ বাসনা লয়ে ভাঙা বল অশেষ বাসনা লয়ে ভাঙা
বল প্রাণপণ কাজে পায় ভাঙা ফল ভাঙা তরী ধরে
ভাসে পারাবারে ভাঙা তরী ধরে ভাসে পারাবারে ভাব কেঁদে
মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধখানি
কথা সাঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধখানি
কথা সাঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে লাজে
ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা শুধু যাওয়া
আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে
ভাসা শুধু আলো-আঁধারে শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা শুধু
যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া