Album: Shurodhwani
Singer: Lata Mangeshkar
Music: Mayuresh Pai
Lyrics: Salil Chowdhury
Label: Times Music
Released: 2014-09-25
Duration: 04:16
Downloads: 19087
আজকাল আমি আজকাল আমি আর মন দিয়ে ভাবি না
কো সুর দিয়ে ভাবি আজকাল আমি আর মন দিয়ে
ভাবি না কো সুর দিয়ে ভাবি সুরে ভাষা স্থির
করে পর্দা দিয়ে মলি আজকাল আমি আর মন দিয়ে
ভাবি না কো সুর দিয়ে ভাবি সুর দিয়ে
হাসি আর সুর দিয়ে কাঁদি সুরে বাধা ছিন্ন করি,
সুর দিয়ে বাঁধি সুর দিয়ে হাসি আর সুর দিয়ে
কাঁদি সুরে বাধা ছিন্ন করি, সুর দিয়ে বাঁধি সুর
দিয়ে খুলে ফেলি গুপ্ত তালা-চাবি আজকাল আমি আর মন
দিয়ে ভাবি না কো সুর দিয়ে ভাবি আমার
পঞ্চেন্দ্রিয় মিলেমিশে শ্রুতি হয়ে গেছে আমার পঞ্চেন্দ্রিয় মিলেমিশে শ্রুতি
হয়ে গেছে চোখ দিয়ে শুনি আর ঘ্রাণ দিয়ে শুনি
আস্বাদে শুনি আর স্পর্শ করে শুনি অচেনা দু′চোখে
শুনি নতুন রাগিনী যত কিছু অনুভূতি মিলেমিশে হয়ে গেছে
ওঙ্কারের মতো এক শব্দহীন ধ্বনি আজকাল আমি আর
মন দিয়ে ভাবি না কো সুর দিয়ে ভাবি সুরে
ভাষা স্থির করে পর্দা দিয়ে মলি আজকাল আমি আর
মন দিয়ে ভাবি না কো সুর দিয়ে ভাবি সুর
দিয়ে ভাবি সুর দিয়ে ভাবি