Album: Tumi Chokh Mele
Music: Oyshee, Imran
Lyrics: Robiul Islam Jibon
Label: Laser Vision
Released: 2015-02-03
Duration: 05:32
Downloads: 39696
তুমি চোখ মেলে তাকালে পৃথিবীর ঘুম ভেঙ্গে যায় তুমি
হাত দুটি বাড়ালে সূর্যটা আলো ছড়ায় তুমি চোখ মেলে
তাকালে পৃথিবীর ঘুম ভেঙ্গে যায় তুমি হাত দুটি বাড়ালে
সূর্যটা আলো ছড়ায় তুমি আমার কাছে এলে কি
যেন কি হয়ে যায় ভালবাসার অনুভবে ভুলটা আমার হারায়
ও তুলেছ এ হৃদয়ে কি যে অনুরণ অচেনা
এক স্বপ্নে ভাসি সারাক্ষণ ও তুলেছ এ হৃদয়ে কি
যে অনুরণ অচেনা এক স্বপ্নে ভাসি সারাক্ষণ ডুবে
ছিলাম দূর আঁধারে নিয়ে এলে যে আলোতে এত সুখ
এ জীবনে ছিলনাতো জানা ও জড়ালে কি মায়াতে
অবুঝ ভাবনায় ভুলতে যে পারিনা মনে পরে হায় জড়ালে
কি মায়াতে অবুঝ ভাবনায় ভুলতে যে পারিনা মনে পরে
হায় ডুবে ছিলাম দূর আঁধারে নিয়ে এলেযে আলোতে
এত সুখ এ জীবনে ছিলনাতো জানা