Album: Amar Amar Lage
Singer: Arman Alif
Label: G Serials BD
Released: 2019-03-19
Duration: 04:50
Downloads: 156319
কাল রাত চাঁদ আসে জানালার ফাঁক দিয়ে আঁধার ঘরে
জোছনা জোনাকীর ঝাঁক দিয়ে বাহিরে তাকিয়ে দেখি চাঁদ নেই,
শুধু তুমি আনমনে আকাশেতে যেন তারা খুঁজছো (খুঁজছো)
তুমি জোছনার আলো, বুঝছো? বুঝছো, বুঝছো, বুঝছো? বুঝছো, বুঝছো,
বুঝছো? বুঝছো? বুঝছো? আকাশের বুকে চাঁদ আছে
যদিও ভেসে, ভেসে সে তো তেমনই যেমন রোদ্দুর পড়ে
ঘাসে ঘাসে সূর্য কখনও তৃণ স্পর্শ যে করে
না চাইবে যা সর্বদা তাই তুমি পাবে না কল্পনাচারী
হয়ে দু′হাত বাড়াচ্ছো সবই যে হারাচ্ছো, বুঝছো? বুঝছো,
বুঝছো, বুঝছো? বুঝছো, বুঝছো, বুঝছো? বুঝছো? So Please
Trust Me Girl, Don't Say 'No' Tonight Love Is
Something That We Don′t Really Need To Find I
Adore You, We Can Stick Together Tight I Run
On Batteries And You Can Charge Me All Night
If You're Scared Of The Dark, I Could Turn
On The Light Every Time I Say, 'I Love
You', That's A Hobby Of Mine Just Think About
It, What You And Me Can Have The Love,
The Pleasure That We′ve Never Had Every Time You
Got Away, I Wished You Called Me Back I
Missed You So Much That I Can′t Even Relax
ভালোবাসা ভাবনার শুধুই তাড়না কী হবে আর ভেবে,
চিন্তা ছাড়ো না ভালোবাসা ভাবনার শুধুই তাড়না কী হবে
আর ভেবে, চিন্তা ছাড়ো না ভালোবাসা রবে মনে,
তুমি রবে ওপাশে (ওপাশে) জোছনা হয়ে রবে আমার কালো
আকাশে (আকাশে) অযথাই কেন সময় নষ্ট করছো? শুধু
বাজে বকছো, বুঝছো? বুঝছো, বুঝছো, বুঝছো? বুঝছো, বুঝছো, বুঝছো?
বুঝছো?