Album: Dhoka
Music: Arman Alif, Ehsan Rahi
Lyrics: Suhrid Sufian
Label: Dhruba Music Station
Released: 2021-11-10
Duration: 05:04
Downloads: 46213
সেইদিন তোকে দেখলাম একটা ছেলের সাথে রে তোর দু′টি
হাত ছিল সেই ছেলের হাতে রে বুকটা আমার ভেঙে
গেল, চোখে জমে জল আর কতটা কষ্ট দিবি, সরাসরি
বল সেইদিন তোকে দেখলাম একটা ছেলের সাথে রে
তোর দু'টি হাত ছিল সেই ছেলের হাতে রে বুকটা
আমার ভেঙে গেল, চোখে জমে জল আর কতটা কষ্ট
দিবি, সরাসরি বল ১৬ আনা প্রেম করিয়া পাইলাম
এক আনা ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা লোকে বলে
ভালোবাসা এখন শুধুই পাপ সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি
অভিশাপ তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবি
না ফিরে আসবি তুই কখনো, এটাও ভাবি না তুই
যা রে যা ইচ্ছে হলে, দূরে চলে যা শুধু
একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা তুই
আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবি না ফিরে আসবি
তুই কখনো, এটাও ভাবি না তুই যা রে যা
ইচ্ছে হলে, দূরে চলে যা শুধু একবার শেষ দেখা
দিয়া বিদায় বলে যা তোর জন্য কত কিছু
ছাড়িলাম আমি ছোট কালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি
হঠাৎ করে কী বুঝে আজ বদলে গেলি তুই এখন
আমার এত জ্বালা কোন সাগরে থুই তোর জন্য
কত কিছু ছাড়িলাম আমি ছোট কালের বন্ধুর চেয়ে তুই
ছিলি দামি হঠাৎ করে কী বুঝে আজ বদলে গেলি
তুই এখন আমার এত জ্বালা কোন সাগরে থুই
১৬ আনা প্রেম করিয়া পাইলাম এক আনা ভালোবাসার নামে
শুধু জুটলো যাতনা লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ তুই আমারে
ধোঁকা দিয়া সুখ তো পাবি না ফিরে আসবি তুই
কখনো, এটাও ভাবি না তুই যা রে যা ইচ্ছে
হলে, দূরে চলে যা শুধু একবার শেষ দেখা দিয়া
বিদায় বলে যা তুই আমারে ধোঁকা দিয়া সুখ
তো পাবি না ফিরে আসবি তুই কখনো, এটাও ভাবি
না তুই যা রে যা ইচ্ছে হলে, দূরে চলে
যা শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা
তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবি না
ফিরে আসবি তুই কখনো, এটাও ভাবি না তুই যা
রে যা ইচ্ছে হলে, দূরে চলে যা শুধু একবার
শেষ দেখা দিয়া বিদায় বলে যা