Album: O Bondhure
Music: Borno chakroborty
Lyrics: Borno chakroborty
Label: Huez Studio
Released: 2021-05-29
Duration: 03:24
Downloads: 3576
(ও বন্ধু রে) (ও বন্ধু রে) আমার মনের
কুঠুরিতে উঁকি দেয় কে দখিনা জানালা খুলে? সুখের ছোঁয়া
এ বাতাসে কে দেয় রে আমার মনের আঙিনাতে?
ও বন্ধু রে, ও বন্ধু রে কী জাদু করিলা,
ও মোর বন্ধু রে? ও বন্ধু রে, ও বন্ধু
রে পিরিতি শিখাইলা, ও মনবন্ধু রে (ও বন্ধু
রে) আমার মনে গানে গানে সুর বাঁধে কে?
হৃদয় যায় রে শুনে তোমার হাসি দু′চোখজুড়ে মন ভুলায়
রে পাবো কবে তোমারে আমার মনে গানে গানে
সুর বাঁধে কে? হৃদয় যায় রে শুনে তোমার হাসি
দু'চোখজুড়ে মন ভুলায় রে পাবো কবে তোমারে ও
বন্ধু রে, ও বন্ধু রে কী জাদু করিলা, ও
মোর বন্ধু রে? ও বন্ধু রে, ও বন্ধু রে
পিরিতি শিখাইলা, ও মনবন্ধু রে আমার মনের কুঠুরিতে
উঁকি দেয় কে দখিনা জানালা খুলে? সুখের ছোঁয়া এ
বাতাসে কে দেয় রে আমার মনের আঙিনাতে? ও
বন্ধু রে, ও বন্ধু রে কী জাদু করিলা, ও
মোর বন্ধু রে? ও বন্ধু রে, ও বন্ধু রে
পিরিতি শিখাইলা, ও মনবন্ধু রে