Album: Porer Jibone Tomar Hobo
Music: Mahtim Shakib, Shovon Roy
Lyrics: Prosenjit Ojha
Label: Protune
Released: 2023-03-24
Duration: 05:44
Downloads: 439
জেনে তো গেছি তোমার পছন্দ কী কেমন মনের মতো
হবো চাইছো যেমন তেমন জেনে তো গেছি তোমার পছন্দ
কী কেমন মনের মতো হবো চাইছো যেমন তেমন
আরো বেশি ভালোবেসে হবোই তোমার আপন এ জীবনে
থাক, পরের জীবনে তোমার হবো কথা দিলাম ঠিক তোমার
প্রতীক্ষায় রবো এ জীবনে থাক, পরের জীবনে তোমার হবো
কথা দিলাম ঠিক তোমার প্রতীক্ষায় রবো মিছে আর
সময়ের পিছে ঘুরে লাভ কী? তোমার মতো দিনশেষে আমিও
হয়ে যাই দুখী ও, মিছে আর সময়ের পিছে ঘুরে
লাভ কী? তোমার মতো দিনশেষে আমিও হয়ে যাই দুখী
মুছে ফেলে স্মৃতি সব করবো না অনুভব তোমাকে পর
ভেবে নেবো আরো বেশি ভালোবেসে হবোই তোমার আপন
এ জীবনে থাক পরের জীবনে তোমার হবো কথা
দিলাম ঠিক, তোমার প্রতীক্ষায় রবো এ জীবনে থাক পরের
জীবনে তোমার হবো কথা দিলাম ঠিক, তোমার প্রতীক্ষায় রবো
চাঁদ মেঘে ঢেকে যাক, স্মৃতি দিক উঁকি থাকবো
একা তবু হবো না তোমার মুখোমুখি ও, চাঁদ মেঘে
ঢেকে যাক, স্মৃতি দিক উঁকি থাকবো একা তবু হবো
না তোমার মুখোমুখি হৃদয়ের ক্ষত দাগ করবো না কভু
ভাগ নিজেকে নিজেই পোড়াবো আরো বেশি ভালোবেসে হবোই
তোমার আপন এ জীবনে থাক, পরের জীবনে তোমার
হবো কথা দিলাম ঠিক তোমার প্রতীক্ষায় রবো এ জীবনে
থাক, পরের জীবনে তোমার হবো কথা দিলাম ঠিক তোমার
প্রতীক্ষায় রবো