Album: Premer Mayate
Music: Mahtim Shakib, Bahauddin Rimon
Lyrics: Bahauddin Rimon
Label: Protune
Released: 2023-03-06
Duration: 04:48
Downloads: 301
পারি না কভু তোর থেকে দূরে থাকতে জড়ালে আমাকে
কোন প্রেমের মায়াতে? পারি না কভু তোর থেকে দূরে
থাকতে জড়ালে আমাকে কোন প্রেমের মায়াতে? ডুবে গেছে
মন প্রেম-অতলে তোর চোখেরই চাওয়াতে মানছে না মন কোনো
বারণ আমার মনকে ফেরাতে পারি না কভু তোর
থেকে দূরে থাকতে জড়ালে আমাকে কোন প্রেমের মায়াতে?
তোকে পেতে ইচ্ছেরা হয়ে আজ আওয়ারা নিচ্ছে দখল তোর
মনেরই পাড়া এলোমেলো ভাবনারা গুছিয়েছে দিন ছাড়া কাছে যেতে
দিবি যদি একটু কি আশকারা? ডুবে গেছে মন
প্রেম-অতলে তোর চোখেরই চাওয়াতে মানছে না মন কোনো বারণ
আমার মনকে ফেরাতে পারি না কভু তোর থেকে
দূরে থাকতে জড়ালে আমাকে কোন প্রেমের মায়াতে? এ
মনের চাওয়ারা বলে শোন তোকে ছাড়া চায় না কিছুই
যদি তোর প্রেমে পায় সাড়া তোর প্রেম-হাওয়ারা ছুঁয়ে দিলে
দিশাহারা মনটা ব্যাকুল থাকে পেতে তোর ইশারা ডুবে
গেছে মন প্রেম-অতলে তোর চোখেরই চাওয়াতে মানছে না মন
কোনো বারণ আমার মনকে ফেরাতে পারি না কভু
তোর থেকে দূরে থাকতে জড়ালে আমাকে কোন প্রেমের মায়াতে?
পারি না কভু তোর থেকে দূরে থাকতে জড়ালে আমাকে
কোন প্রেমের মায়াতে?