Album: Jash Na Amy Chere
Music: Mahtim Shakib, Marcell john
Lyrics: Mamaun Afnan Rumey
Label: Popy Multimedia
Released: 2022-04-02
Duration: 05:27
Downloads: 1475
আমার সকল স্বপ্ন তোকে ঘিরে তোকে নিয়ে এ মন
যাচ্ছে দূরে আমার সকল স্বপ্ন তোকে ঘিরে তোকে
নিয়ে এ মন যাচ্ছে দূরে জানি থাকবি পাশে
তুই আমার হয়ে দেখ সবকিছু বদলে গেল তোকে পেয়ে
ওরে মন, মন রে, যাস না যাস না
আমায় ছেড়ে তোরে ছাড়া মন আমার যাবেই যাবে মরে
ওরে মন, মন রে, যাস না যাস না
আমায় ছেড়ে তোরে ছাড়া মন আমার যাবেই যাবে মরে
এলেও ঝড় ছাড়ব না তোর হাত ভয় কীসের,
আছি পাশে দিনরাত এলেও ঝড় ছাড়ব না তোর
হাত ভয় কীসের, আছি পাশে দিনরাত জানি থাকবি
পাশে তুই আমার হয়ে দেখ সবকিছু বদলে গেল তোকে
পেয়ে ওরে মন, মন রে, যাস না যাস
না আমায় ছেড়ে তোরে ছাড়া মন আমার যাবেই যাবে
মরে ওরে মন, মন রে, যাস না যাস
না আমায় ছেড়ে তোরে ছাড়া মন আমার যাবেই যাবে
মরে নেই প্রয়োজন তুই ছাড়া কিছু আর ফাঁকা
লাগে সব, ছুটে আসি বারবার নেই প্রয়োজন তুই
ছাড়া কিছু আর ফাঁকা লাগে সব, ছুটে আসি বারবার
জানি থাকবি পাশে তুই আমার হয়ে দেখ সবকিছু
বদলে গেল তোকে পেয়ে ওরে মন, মন রে,
যাস না যাস না আমায় ছেড়ে তোরে ছাড়া মন
আমার যাবেই যাবে মরে ওরে মন, মন রে,
যাস না যাস না আমায় ছেড়ে তোরে ছাড়া মন
আমার যাবেই যাবে মরে